বলিউডের অন্যতম জনপ্রিয় এবং জীবনযুদ্ধে জয়ী অভিনেতা বোমান ইরানি, যিনি তাঁর মোটিভেশনাল স্পিচের মাধ্যমে হাজারো মানুষকে অনুপ্রাণিত করেন, এবার আত্মদায়বদ্ধতা বা 'সেলফ-রেসপন্সিবিলিটি' নিয়ে এক চরম সত্য কথা বললেন। তিনি মনে করেন, অজুহাত দিয়ে ব্যর্থতা ঢাকা যায়, কিন্তু সাফল্য পাওয়া যায় না।
বোমান ইরানি বলেন, "নিজের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপাবেন না। আপনার জীবন সম্পূর্ণ আপনারই দায়িত্ব।"
ব্যর্থ হলে আমরা প্রায়ই পরিস্থিতি, ভাগ্য বা অন্য কোনো ব্যক্তির ওপর দোষ চাপিয়ে নিজেকে সান্ত্বনা দিই। কিন্তু বোমান ইরানির মতে, জীবনের স্টিয়ারিংটা নিজের হাতেই থাকা উচিত। ভুল হোক বা ঠিক—সবকিছুর দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ার সাহস থাকলেই জীবনে এগিয়ে যাওয়া সম্ভব। নিজের ভুল স্বীকার করে তা শুধরে নেওয়ার এই মানসিকতা মানুষকে প্রকৃত বিজয়ী করে তোলে।
আইআর/টিএ