বিদায়ের পথে ২০২৫: বছরজুড়ে শ্রোতাদের মন মাতিয়েছে ১০ গান

বিদায়ের পথে ২০২৫ সাল। পেছনের দিকে তাকালে দেখা যায়, এ বছর বাংলাদেশের সংগীতাঙ্গন ছিল যেমন প্রাণবন্ত, তেমন বৈচিত্র্যময়। চলচ্চিত্র, নাটক, ওটিটি- কিংবা কোক স্টুডিও বাংলার মতো বড় আয়োজন শ্রোতাদের উপহার দিয়েছে শ্রোতাপ্রিয় অসংখ্য গান।

বছরজুড়ে নতুন গানের এই জয়জয়কার হলেও বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্ম, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার দৌলতে শ্রোতাদের মন ছুঁয়েছে এমন কিছু গানের সন্ধান মিলেছে। বছরজুড়ে আলোচনায় আসা মাত্র ১০ টি গানই এবার এই প্রতিবেদনের মূল বিষয়। 

১. লিচুর বাগানে 
‘তাণ্ডব’ সিনেমার এই গানটি এ বছরের অন্যতম বড় চমক। সুর ও সংগীতায়োজনে মুন্সিয়ানা দেখিয়েছেন প্রীতম হাসান। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জেফার রহমান, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। ভিন্নধর্মী গায়কী ও রিদম গানটিকে বছরের আলোচিত গানে পরিণত করেছে।

২. চাঁদমামা 
‘বরবাদ’ সিনেমার ‘চাঁদমামা’ গানটি এ বছরের শীর্ষ জনপ্রিয় গানের তালিকায় রয়েছে। প্রীতম হাসানের সুর ও সংগীতে গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অদিতি রহমান দোলা। মুক্তির পর থেকেই তরুণ প্রজন্মের প্লে-লিস্টে জায়গা করে নেয় এই গানটি।

৩. গুলবাহার 
সংগীতশিল্পী ঈশান মজুমদারের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ‘গুলবাহার’ গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে শ্রোতাদের। ঈশান মজুমদারের কথা ও সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজে এবং শুভেন্দু দাস শুভ। ইউটিউবে গানটির ভিউ ইতোমধ্যে ৩ কোটি ছাড়িয়ে গেছে।

৪. কন্যা 
‘জ্বীন-থ্রি’ সিনেমার জন্য তৈরি এই গানটি ইমরান ও কনা জুটির আরও একটি সফল কাজ। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। রোমান্টিক ঘরানার এই গানটি সিনেমা মুক্তির আগে থেকেই দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ আলোড়ন তোলে।

৫. মহাজাদু 
কোক স্টুডিও বাংলার এবারের আসরের অন্যতম সফল গান ‘মহাজাদু’। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে এই গানটি সব ধরনের শ্রোতাদের মাঝে সমাদৃত হয়েছে। এর সুর ও সংগীতায়োজন আধুনিক ও ক্ল্যাসিকাল ঘরানার মিশেলে তৈরি।

৬. বাজি 
কোক স্টুডিও বাংলার আরেকটি সফল পরিবেশনা ‘বাজি’। প্রতিভাবান সংগীত পরিচালক ইমন চৌধুরী এবং লোকজ সুরের জাদুকর হাশিম মাহমুদের কণ্ঠে গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। লোকসংগীতের আধুনিক উপস্থাপনা ছিল গানটির মূল আকর্ষণ।

৭. লং ডিস্ট্যান্স লাভ 
কোক স্টুডিও বাংলার সিজন থ্রি-এর এই গানটি মূলত এর কথার জন্য জনপ্রিয়তার শীর্ষে ছিল। অঙ্কন কুমার রায়, আফরিন এবং শুভেন্দু দাস শুভর যৌথ কণ্ঠে গানটি প্রাণ পেয়েছে। বিশেষ করে গানে শুভেন্দুর গিটার ও সায়ান চৌধুরী অর্ণবের পিয়ানোর কাজ ছিল প্রশংসনীয়।

৮. একটুখানি মন 
‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাক হিসেবে ব্যবহৃত হয়েছে এই গানটি। জনপ্রিয় শিল্পী তাহসান রহমান খান ও মাশা ইসলামের কণ্ঠে দ্বৈত এই গানটি সাজিদ সরকারের সংগীতায়োজনে এক অনন্য মাত্রা পেয়েছে। কবি ও কথাসাহিত্যিক সাদাত হোসাইনের কথায় গানটি এ বছরের অন্যতম জনপ্রিয় মেলোডিয়াস গান।

৯. মন গলবে না 
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এ বছর গানেও চমক দেখিয়েছেন। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস থেকে মুক্তি পায় ‘মন গলবে না’। কবির বকুলের কথায় ইমরানের সুর ও সংগীতে গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান নিজেই। গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়।

১০. এই অবেলায়-২ 
দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর কালজয়ী গান ‘এই অবেলায়’-এর সিক্যুয়েল ছিল এ বছরের বহুল প্রতীক্ষিত একটি কাজ। প্রায় ১০ মিনিটের দীর্ঘ এই গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান এবং সুর করেছেন কাজী আহমেদ শাফিন। ব্যান্ডের বর্তমান ভোকাল শেখ ইশতিয়াকের কণ্ঠে গানটির আবেগ একই হলেও পাওয়া গেছে নতুনত্বের স্বাদ।

উল্লেখ্য, ২০২৫ সালের এই সেরা গানগুলোর তালিকায় মেলোডি, ফোক, রক এবং পপ; সব ঘরানারই উপস্থিতি ছিল লক্ষণীয়। এবার দেখার বিষয়, আগামী বছর গানের জগতে আর কি কি চমক অপেক্ষা করছে শ্রোতাদের জন্য।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ডিএমপির ৩১৪৬ মামলা Dec 28, 2025
img
আবু সাঈদ হত্যা : দ্বিতীয় দিনের মতো চলছে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য Dec 28, 2025
img
শেন ওয়ার্নকে আজও স্মরণ করেন এলিজাবেথ হার্লি Dec 28, 2025
img
লিবিয়া-তিউনিসিয়ায় মন্ত্রীদের সঙ্গে রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ Dec 28, 2025
img
বিএনপি ছাড়া অন্য দল ক্ষমতায় এসে দেশ চালাতে পারবে না : নুরুল হক নুর Dec 28, 2025
img
হাদি হত্যার ঘটনায় হামলাকারীর ২ সহযোগী আটক ভারতে Dec 28, 2025
img
তাবলিগের খুরুজের জোড় শুরু হবে ২ জানুয়ারি থেকে Dec 28, 2025
img
জোটের পক্ষে এবার নাহিদ ইসলামকে চিঠি দিয়েছে এনসিপির ৮০ নেতা Dec 28, 2025
img
জাতিসংঘের প্রথম গ্লোবাল পিস অ্যাডভোকেট নাইজেরিয়ার কবি মরিয়ম বুকার হাসান Dec 28, 2025
img
ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান, ভোলা-১ মনোনয়ন জমা দিয়েছি: আন্দালিভ রহমান পার্থ Dec 28, 2025
img
যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনও চুক্তি হবে না: ট্রাম্প Dec 28, 2025
img
টানা দুই ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর আশা নোয়াখালীর Dec 28, 2025
img
ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না Dec 28, 2025
img
ঘন কুয়াশা : বিমানবন্দরে দেরিতে নামছে ফ্লাইট, উড্ডয়নেও বিলম্ব Dec 28, 2025
img
হাদি হত্যাকাণ্ড: ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ Dec 28, 2025
img
এনসিপি ছাড়াই তাসনিম জারাকে সংসদে দেখতে চান তাসরিফ খান Dec 28, 2025
img
রাশিয়ায় বিলিয়নেয়ারের সংখ্যা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে তবুও ক্ষমতার কেন্দ্রে পুতিন Dec 28, 2025
img
কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে Dec 28, 2025
img
চেইন অব কমান্ড ভাঙার অভিযোগ, ঢাবিতে ছাত্রদলের কর্মসূচি বয়কট Dec 28, 2025
img
সাফল্যে ভাসছে নতুন ‘অ্যাভাটার’ Dec 28, 2025