চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগর রাত ২টার দিকে চরপাড়া আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব। তিনি ইপিজেড থানার দক্ষিণ হালিশহরেরে সেইলস কলোনী এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সোহেল এক কন্যা সন্তানের জনক।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আরপি/টিএ