রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ জানুয়ারি মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ মহাসমাবেশে বগুড়া থেকে ৩৫ হাজার নেতাকর্মী অংশ নেবে বলে জানিয়েছে বগুড়া জেলা শাখা জামায়াতে ইসলামী।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে দলীয় কার্যালয়ে বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা ও পরিচিত মুখ শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিসহ সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, অবৈধ অস্ত্র উদ্ধার করে সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আসন্ন গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে জনগণকে উদ্বুদ্ধ করতে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়।
বগুড়া জেলা শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
সভায় ৩২টি ইউনিটের আমির ও সেক্রেটারি অংশগ্রহণ করে। সভা শেষে শহর জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, বগুড়া শহর জামায়াত থেকে এবার ৩৫ হাজার নেতাকর্মী ঢাকায় মহাসমাবেশে অংশগ্রহণ করবে।
এসএস/টিএ