ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একাধিক বিএনপি মনোনয়নপ্রত্যাশী থাকলেও জোট সমঝোতার অংশ হিসেবে আসনটি বিএনপি ছেড়ে দেয় তাদের মিত্র দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে। ওই আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।
তাই অত্র আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
দেশের এক গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এসেছি মানুষের ভালোবাসা ও সমর্থনের শক্তিতে। এলাকার মানুষ যেটা চায়, সেটাকেই আমি গুরুত্ব দেই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’
প্রতীক হিসেবে কোনো পছন্দ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকার মানুষ যেহেতু হাঁস চাচ্ছে, এতে আমার কোনো আপত্তি নেই।’ রুমিন ফারহানা আরও বলেন, ‘আমি শুধু রাজনীতিবিদ নই, একজন সাধারণ মানুষও। গ্রামে হাঁস-মুরগি পালন করি, সহজ জীবনযাপন করি। মানুষের সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির বাইরেও আত্মিক।’
জানা গেছে, আগামীকাল সোমবার ব্যারিস্টার রুমিন ফারহানা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন সংশ্লিষ্ট অফিসে।
এবি/টিকে