বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো সংকটময় অবস্থা পার করছেন বলে জানিয়েছেন তাঁর মেডিক্যাল টিমের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল রবিবার সন্ধ্যায় তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘এখনো ম্যাডামের অবস্থা আগের মতোই। এ মুহূর্তে মেডিক্যাল বোর্ডের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ।
ম্যাডামের শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন।
এর আগে গত শনিবার রাত সাড়ে ১২টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘এ সংকট উতরে যেতে পারলে হয়তো আমরা ভালো কিছু শুনতে পাব। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
দলের স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন, ‘২৩ নভেম্বর ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। সে কারণেই সিসিইউ ও পরে আইসিউয়ে। স্বাভাবিকভাবেই উন্নতি হয়েছে বলা যাবে না। তিনি অত্যন্ত সংকটময় অবস্থা পার করছেন। চিকিৎসকরা সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকের সঙ্গে জুবাইদা রহমান যুক্ত আছেন।’
ঢাকার এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।
হাসপাতালে নেওয়ার কয়েক দিন পর ২৯ নভেম্বর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ইউটি/টিএ