প্রসিদ্ধ বোলিউড অভিনেতা শক্তি কাপুর এক চাঞ্চল্যকর মন্তব্যে জানান, তাঁর কন্যা শ্রদ্ধা কাপুর বর্তমানে প্রতি ছবির জন্য এমন একটি পারিশ্রমিক নিচ্ছেন যা আলিয়া ভাটকেও হার মানিয়েছে। তিনি বলেন, শ্রদ্ধার উচ্চ চাহিদা, বুদ্ধিমত্তার সঙ্গে প্রকল্প নির্বাচন এবং তরুণ প্রজন্মের ব্যাপক আকর্ষণই এই সাফল্যের পেছনে মূল কারণ।
শক্তি কাপুর শ্রদ্ধাকে “ভালো অর্থে জিদি” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “শ্রদ্ধা বছরে মাত্র এক থেকে দুইটি সিনেমা করে কারণ তিনি মানসম্পন্ন কাজকে অগ্রাধিকার দেন।” এই সচেতন কৌশল তাকে বোলিউডের অন্যতম ব্যাঙ্কেবল নারী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ক্রমবর্ধমান বাণিজ্যিক হিট, শক্তিশালী ডিজিটাল ফলোয়ারবেস এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্টের কারণে শ্রদ্ধা কাপুর নিজের মূল্যের প্রতি সচেতন হয়ে উঠেছেন, এবং ফিল্ম ইন্ডাস্ট্রিও সেই অনুযায়ী পারিশ্রমিক প্রদান করছে। এই কৌশল তাকে প্রমাণ করেছে যে, শুধুমাত্র পরিমাণ নয়, মানও শিল্পজগতে দীর্ঘস্থায়ী অবস্থান নিশ্চিত করতে পারে।