বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নিউ ব্যালেন্স ভারতের বাজারে নতুন এক পদক্ষেপ নিল। তারা নির্বাচিত করল বলিউডের উজ্জ্বল নক্ষত্র জানভি কাপুরকে তাদের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এই ঘোষণা ভারতের ফ্যাশন এবং এথলিজার বাজারে ব্র্যান্ডটির গুরুত্বকে আরও বৃদ্ধি করবে।
নিউ ব্যালেন্স জানভির স্টাইলকে “ভারতের অন্তর্নিহিত ফ্যাশন সেন্সের শিল্পী” হিসেবে বর্ণনা করেছে। তার নিখুঁত ফিটনেস, ফ্যাশন সচেতনতা এবং স্বতন্ত্র ব্যক্তিত্ব মিলিয়ে এই ব্র্যান্ডের নতুন চেহারায় একটি নতুন অধ্যায় সূচনা করবে।
ভারতের দ্রুত বর্ধনশীল এথলিজার বাজারে ব্র্যান্ডটির উপস্থিতি আরও জোরদার করতে জানভির তরুণী মোহনীয়তা এবং ক্রমবর্ধমান প্রভাব নিউ ব্যালেন্সের জন্য এক নিখুঁত সমন্বয় হিসেবে বিবেচিত হচ্ছে। ফ্যাশন ও ফিটনেসের সংমিশ্রণে জানভি কাপুর এবার হয়ে উঠছেন ভারতের নতুন স্টাইল আইকন।