আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন চৌধুরী নায়াব ইউসুফ।
রবিবার (২৮ ডিসেম্বর) তিনি ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, মহান আল্লাহর অশেষ রহমত, বিএনপির নেতাকর্মীদের নিরলস পরিশ্রম এবং ফরিদপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থনের ফলেই তিনি এ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং ফরিদপুর-৩ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত রাখব।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এসএস/টিকে