ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় সরাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীকের জন্য মনোনয়নপত্র জমা দেন। তার মনোনয়নপত্র নিয়ে সরাইল উপজেলা নির্বাচনী কার্যালয়ে উপস্থিত ছিলেন তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার। এর আগে একই আসনে বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন দাখিল শেষে রুমিন ফারহানা বলেন, আল্লা পরিকল্পনা মানুষের বোঝার বাহিরে। আমার বাবা আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে নির্বাচন করেছিল। আর ভাগ্যের কি পরিকল্পনা বিএনপির জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া চাই। আমার এলাকার জনগণ ও কর্মী-সমর্থকরা আমার উপর যে বিশ্বাস রেখেছে সেটার আস্থা যেন রাখতে পারি।
প্রসঙ্গত, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) ও রুমিন ফারহানা (হাঁস প্রতীক)-এর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি জোটের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করলেও, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ রুমিন ফারহানাকে সমর্থন জানাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এই প্রতিদ্বন্দ্বিতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম আলোচিত রাজনৈতিক সংঘাতে পরিণত হতে যাচ্ছে। উভয় প্রার্থীর পক্ষেই প্রচার কার্যক্রম জোরদার করার তোড়জোড় শুরু হয়েছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।
এসকে/এসএন