বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিগত ১৭ বছর ধরে বিএনপি জনগণের ভোটের জন্য লড়াই করার পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তাই জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে এজন্য আমাদের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। দেশের বিশাল পরিবর্তনের জন্য বিএনপিকে নির্বাচিত করুন।
সোমবার (২৯ ডিসেম্বর) দাউদকান্দি উপজেলা বিশ্বরোডে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মনোনয়নপত্র জমাদান উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অতীতে সারা দেশের ন্যায় দাউদকান্দি ও মেঘনায় দিনের ভোট রাতে কেটে নেওয়া হয়েছিল। এ দেশে আর যেন ২০১৮ সালের নির্বাচন না হয়, এজন্য আমাদের প্রতিটি নেতাকর্মীকে ভোটের আগ পর্যন্ত অতন্দ্রী প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, দল আমাকে কুমিল্লা-১ আসন (দাউদকান্দি-মেঘনা) থেকে মনোনয়ন দিয়েছে। আপনাদের কাছে আমার একটাই দাবি, শেষ বয়সে এ আসন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে সংসদে প্রতিনিধিত্ব করা সুযোগ করে দেবেন।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার এ একে এম সামছুল আলম, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তারসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতাকর্মীদের নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসনের (দাউদকান্দি ও মেঘনা) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এমকে/টিএ