জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিজেদের দলীয় পরিচয় স্বীকার করতে ইচ্ছুক নয় ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরা। প্রচারণা শুরুর পর থেকে নির্বাচনকালীন সময় পর্যন্ত অনেক প্রার্থীকেই কোথাও ছাত্রদলের নাম উল্লেখ করে প্রকাশ্যে প্রচারণা চালাতে দেখা যায়নি। বিশেষ করে প্যানেলের ভিপি ক্যান্ডিডেট এ কে এম রাকিব ও জি এস ক্যান্ডিডেট খাদিজাতুল কুবরা তাদের নির্বাচনী প্রচারণায় এই পদ্ধতি ব্যাবহার করছেন। একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে ডাকসু সহ বিগত ৪ টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ভরাডুবি ঠেকাতে তাদের এই কৌশল বলে ধারণা করা হচ্ছে।
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রাকিব (এ কে এম রাকিব) এক ফেসবুক পোস্টে বলেন, "যোগ্যতার বিচারে এবং জগন্নাথের জন্য অবদানের বিচারে যদি কোনো প্যানেলের প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে থাকে, তবে অবশ্যই তাকে বিবেচনা করুন। প্যানেল নয়, প্রার্থী দেখে ভোট দিন।" অর্থাৎ তিনি ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী হয়েও নিজের প্যানেলের জন্য ভোট চান নি।
এর আগে নির্বাচনী প্রচারণার সময় প্রায় সকল প্রার্থীরা ছাত্রদল সমর্থিত প্যানেলের নাম উল্লেখ না করে ব্যক্তি কেন্দ্রিক ভোট চেয়েছেন। তবে ছাত্রদলের অভ্যন্তরীণ গ্রুপিং থাকায় প্যানেল হলেও ভোটের মাঠে প্যানেল ভোট কাজ নাও করতে পারে বলে ধারণা অনেকের।
নাম প্রকাশে অনিচ্ছুক প্যানেলের একজন প্রার্থী রাকিবের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে বলেন, শুরু থেকে এখন পর্যন্ত রাকিব নিজেকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে স্বীকার করেননি। শুধু তাই নয়, প্যানেলের অন্য কোনো প্রার্থী তার সঙ্গে প্রচারণায় গেলে তিনি কেবল নিজের জন্যই ভোট চাইতেন। তার আশপাশে অন্য প্রার্থী থাকলেও তাদের জন্য ভোট চাওয়া তো দূরের কথা, শিক্ষার্থীদের কাছে তাদের পরিচয়ও করিয়ে দিতেন না।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক নেতা জানান, ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’-এ যে উদ্দেশ্যে রাকিবকে নেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্যের বিন্দুমাত্রও বাস্তবায়ন হয়নি। প্রচারণার শুরু থেকে আজ পর্যন্ত তিনি কোনোভাবেই ছাত্রদলকে ‘ওন’ করেননি। সর্বশেষ আজ সকালে তিনি প্যানেলকে পাশ কাটিয়ে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপস্থাপন করেছেন, যা আমাদের কাছে ছাত্রদলের সঙ্গে বেইমানির শামিল। রাকিবের নানা আচরণ নিয়ে আমরা বারবার অভিযোগ জানানোর চেষ্টা করেছি, কিন্তু তা কখনোই আমলে নেওয়া হয়নি।
এ বিষয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল বলেন, জিএস প্রার্থী আমাদের ছাত্রদলের যুগ্ম-আহবায়ক৷ তিনি ছাত্রদলের পরিচয় গোপন করতে চাচ্ছেন এটা মানানসই না৷ ভিপি যেহেতু আমাদের সংগঠনের না, স্বাভাবিকভাবেই সে নিজের সংগঠন বাদ দিয়ে আমাদের সংগঠনের নাম বলবে না৷ তবে তিনি প্যানেল বাদ দিয়ে স্বতন্ত্রদের জন্য ভোট চাইলে সেটা তার ব্যক্তিগত অবস্থান৷ এরকমটা হওয়া উচিত না।
উল্লেখ্য, ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেলের ভিপি হিসেবে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা সভাপতি এ কে এম রাকিব কে মনোনয়ন দেয় ছাত্রদল। একই সাথে তড়িঘড়ি করে দলীয় পদ দিয়ে দলে এনে খাদিজাতুল কোবরাকে জি এস ক্যান্ডিডেট করে তারা।
এসএন