জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে একমাত্র সনাতন ধর্মাবলম্বী প্রার্থী হিসেবে বাম সমর্থিত মওলানা ভাসানী ব্রিগেড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরব ভৌমিক।
সংগীত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী গৌরব ভৌমিক সকল শিক্ষার্থীর নিজ নিজ সংস্কৃতি চর্চা ও ধর্ম পালনের সুযোগ নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
জকসুর চূড়ান্ত ভোটার তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটারের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ভোটার প্রায় দেড় হাজার। এসব সনাতনী ভোটার নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
গৌরব ভৌমিক শুরু থেকেই ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে তিনি উদীচী সাংস্কৃতিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
মওলানা ভাসানী ব্রিগেডের ঘোষিত ইশতেহারে সকল শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সাংস্কৃতিক কার্যক্রম জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ইশতেহারে বলা হয়, সাংস্কৃতিক চর্চা ও উৎসব আয়োজনের ব্যবস্থা করা, সার্বক্ষণিক স্টুডেন্ট সেফটি লাইন চালু করা, অ্যান্টি-বুলিং নীতি কার্যকর করা এবং হয়রানির অভিযোগ নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করাসহ সাংস্কৃতিক চর্চার উপযোগী পরিবেশ তৈরি করা হবে।
ভিপি প্রার্থী গৌরব ভৌমিক বলেন, নির্বাচিত হলে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীর জন্য কাজ করব। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মন্দির নির্মাণে অগ্রাধিকার দেব। আমি মনে করি, সংস্কৃতি ও ধর্মীয় চর্চা সবার মৌলিক অধিকার। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে বাজেট বৃদ্ধির জন্যও প্রচেষ্টা চালাব।
ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, সহ সভাপতি (ভিপি) পদে ৯জন ,জিএস পদে ৯ জন, এজিএস পদে ৮ জন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।
টিকে/