মনোনয়ন জমা দিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রত্যাশা অনুযায়ী নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমাদের আন্তরিকতা ও সহযোগিতার কোনো ঘাটতি নেই। আমরা সকল রাজনৈতিক দল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়া ও পরিবেশের মধ্য দিয়ে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে এটাই আমাদের চাওয়া। আর সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন নিশ্চিত করাই ছিল আমাদের আন্দোলনের প্রধান গতি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপীসহ অন্যান্যরা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে মোট কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।

এদিকে লক্ষ্মীপুর-১ আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা দাখিল করেননি। তবে ওই আসনে তার ভাই এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মামুন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের বিএনপির প্রার্থী ও খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মো. ইব্রাহিম।

এ ছাড়া নিজ নিজ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, ইসলামী আন্দোলনের জেলা সহসভাপতি জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, গণ অধিকার পরিষদের কাউছার আলম, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, এনডিএমের আলমগীর হোসেন ও বাসদের মো. বিল্লাল হোসেন। একইভাবে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রব, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও খেলাফত মজলিসের আব্দুল মতিন।

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও এনসিপি নেতা মাহবুব আলম বলেন, মাহফুজ আলমের নামে কে বা কারা মনোনয়নপত্র দাখিল করেছে, সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। তিনি নির্বাচনে অংশ নেবেন না বলেই মনোনয়নপত্র দাখিল করেননি। আমি এনসিপি থেকে নির্বাচন করছি এবং মনোনয়নপত্র দাখিল করেছি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি Dec 29, 2025
img
জায়রার মতোই বাংলাদেশের মিডিয়া থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী লুবাবা Dec 29, 2025
img
কেন্দ্রীয় কার্যালয়ে নামাজ আদায় করলেন তারেক রহমান Dec 29, 2025
img
স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে : হাসনাত আব্দুল্লাহ Dec 29, 2025
img
অধিনায়কত্ব হারানোর পর দল থেকেও বাদ সৈকত, নোয়াখালীর নেতৃত্বে কে? Dec 29, 2025
img
নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অপচেষ্টা চলবে : সাবেক প্রতিমন্ত্রী Dec 29, 2025
img
মঙ্গলবার ছাত্র-যুবকদের মুখোমুখি হবেন জামায়াতে আমির Dec 29, 2025
img
৩ বিয়ে ও এক রক্ষিতা, ব্যতিক্রমি চরিত্রে অর্জুন Dec 29, 2025
img
মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম Dec 29, 2025
img
নতুন করে শুরু করার ঘোষণা দিলেন মাহফুজ Dec 29, 2025
img
নির্বাচনে সারজিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী Dec 29, 2025
img
ঝালকাঠি-১ আসনে জামায়াতের চূড়ান্ত মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক Dec 29, 2025
img
বিপিএলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির সোনার বাংলা টি-টোয়েন্টি লিগ Dec 29, 2025
img
ভোট করবেন না আসিফ মাহমুদ, থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে Dec 29, 2025
img
ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাহিদ ইসলাম Dec 29, 2025
img
সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত নেতা রফিকুল ইসলাম খান Dec 29, 2025
img
এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সামান্তা শারমিন Dec 29, 2025
img
এবারের নির্বাচনে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে : ডা. তাহের Dec 29, 2025
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু Dec 29, 2025
img
এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ : নাহিদ ইসলাম Dec 29, 2025