সিলেট পর্ব দিয়ে পর্দা উঠেছে বিপিএলের ১২তম আসরের। ইতোমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে স্বাগতিক সিলেট টাইটান্স। এরই মধ্যে সিলেটের খেলা দেখতে এসে দলটির পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।
তার মতে, সিলেট যদি সেমি ফাইনালে উঠে তাহলে আইপিএল থেকে হলেও ক্রিকেটার নিয়ে আসবেন তিনি। প্রয়োজনে দেবেন ব্ল্যাঙ্ক চেকও। যাতে করে যেকোনো ক্রিকেটারকে আনা সম্ভব হয়।
ফাহিম বলেন, আই এম সরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই, আমি যখন চিন্তা করি আইপিএল নিয়ে চিন্তা করি। আমার (সিলেট) টিম যদি সেমিফাইনাল পর্যন্ত যায়, তাহলে পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক আমি নিয়ে আসব। আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেব।
সিলেটের হয়ে এবারের বিপিএলে খেলতে আসছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। এই অলরাউন্ডারকে দলে ভেড়াতেও বড় ভূমিকা রেখেছেন ফাহিম। কিছুদিন আগেই মঈনের সঙ্গে তার হাস্যজ্জল ছবি দেখা গেছে। মঈনকে দলে নিয়েছেন কীভাবে সেটাও জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ফাহিম বলেন, মঈন আলী আমাদের সিলেটি জামাই। আর যখন জামাইয়ের বাড়ি থেকে ডাক দেওয়া হয় তখন তো না করা যায় না। এ কারণেই মঈন আলী চলে আসছে।
নিজেদের সবশেষ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে দারুণ জমজমাট এক ম্যাচ হয়েছে। শেষ বলের লড়াইয়ে নোয়াখালীকে হারায় তারা। ২ উইকেট হাতে থাকা স্বাগতিকদের সামনে ১২ বলে ১৯ রানের সমীকরণ ছিল সামনে। শেষ পর্যন্ত ১ উইকেটের জয় পায় সিলেট।
পিএ/এসএন