আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় আরো উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক মেয়র অ্যাড. এ কে এম মাহবুবুর রহমান, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনসহ প্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘আমরা আশাবাদী বেগম খালেদা জিয়া নির্বাচনে লড়বেন। প্রসঙ্গত, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বর্তমানে মোট ভোটার ৫ লাখ ৩১ হাজার।
ইউটি/টিএ