চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হারুনুর রশীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজের মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন।
এসময় জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তফসিল ঘোষণার পর থেকে প্রতিদিনই আচরণবিধি ভঙ্গ করছেন। আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরকে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা লিখিতভাবে অভিযোগ দিব।
জামায়াত নেতা বুলবুল আরও বলেন, আমরা মনে করি, আগামী জাতীয় সংসদ নির্বাচন বহু প্রত্যাশিত। দেশের ১৮ কোটি মানুষের এবং শহীদ পরিবার ও আহতদের জন্য নির্বাচনি খুবই প্রত্যাশিত। গণতন্ত্রের অভিযাত্রাকে স্থায়ী ভিক্তির উপর দাঁড় করানোর জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সুশাসন ও মানবিক বাংলাদেশ বির্নিমানের জন্য আগামীর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগামীর নির্বাচন সুষ্ঠ, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ হওয়ার জন্য আমরা চাই, প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
এর আগে তিনি সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সেক্রেটারি আবু বকর, পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানীসহ জামায়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এদিকে, আচরণবিধি ভঙ্গের অভিযোগ অস্বীকার করেন, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হারুনুর রশীদ। তিনি বলেন, আমি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করিনি। বরং জামায়তের নেতাকর্মীরাই তা করছে, যদিও এসব নিয়ে আমি কোন অভিযোগ করতে চাই না। আমরা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি।
ইউটি/টিএ