নির্বাচনের মাঠে অপরাজেয় বেগম খালেদা জিয়া

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে নির্বাচন করার কথা ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। কিন্তু তার আগেই মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। সদ্যপ্রয়াত সাবেক এই প্রধানমন্ত্রী নির্বাচনের মাঠে বরাবরই অপরাজেয় ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো নির্বাচনে হারের মুখ দেখেননি। দেশের যে প্রান্তেই নির্বাচন করেছেন, বিজয় কেতন উড়িয়েছেন।

১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন খালেদা জিয়া। এর মধ্যে ‘৯১ থেকে ‘০১ পর্যন্ত অনুষ্ঠিত তিন সংসদ নির্বাচনে পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবগুলো আসনে জয়লাভ করেছেন।

২০০৮ সালে খালেদা জিয়া তিনটি আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করে তিনটিতে জয়ী হন। সেবার অবশ্য নির্বাচনে ভরাডুবি হয়। তবে খালেদা জিয়ার নির্বাচনি ফর্মে কোনো নড়চড় হয়নি।

এদিকে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪ এবং ২০২৪ এর জাতীয় নির্বাচন বয়কট করে বিএনপি। আর মামলার কারণে ২০১৮ নির্বাচনে প্রার্থীতার অযোগ্য হয়ে পড়েন তিনি। সেবারও তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন খালেদা জিয়া। আসনগুলো হচ্ছে- ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭।

খালেদা জিয়ার অতীত নির্বাচনগুলো পর্যালোচনা দেখা যায়, তিনি বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর এবং চট্টগ্রামের আসন থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া ১৯৯১ সালে ঢাকার একটি আসন থেকে এবং ২০০১ সালে খুলনার একটি আসন থেকে ভোটে লড়েছেন। নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, শুধু জয়লাভ করাই নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে খালেদা জিয়ার ভোটের ব্যবধানও ছিল বেশি।

১৯৯১ সালে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়লাভ করেছিলেন খালেদা জিয়া। এর মধ্যে বগুড়া-৭ আসনে ৮৩ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয় পেয়েছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোট সংখ্যা ছিল ২৪ হাজার ৭৬০। একইভাবে ঢাকা-৫ আসনে ৭১ হাজার ২৬৬, ঢাকা-৯ আসনে ৫৫ হাজার ৯৪৬, ফেনী-১ আসনে ৩৬ হাজার ৩৭৫ ও চট্টগ্রাম-১ আসনে ৬৯ হাজার ৪২২ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি।

১৯৯৬ সালেও পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়ের দেখা পান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্যে বগুড়া-৬ আসনে ১ লাখ ৩৬ হাজার ৬৬৯, বগুড়া-৭ আসনে ১ লাখ ৭ হাজার ৪১৭, ফেনী-১ আসনে ৬৫ হাজার ৮৬, লক্ষ্মীপুর-২ আসনে ৫৯ হাজার ৫৪ ও চট্টগ্রাম-১ আসনে ৬৬ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

একইভাবে ২০০১ সালেও সমান পাঁচ আসনে বিজয় কেতন ওড়ান খালেদা জিয়া। সে নির্বাচনে বগুড়া-৬ আসনে ২ লাখ ২৭ হাজার ৩৩৫, বগুড়া-৭ আসনে ১ লাখ ৪৭ হাজার ৫২২, খুলনা-২ আসনে ৯১ হাজার ৮১৯, ফেনী-৩ আসনে ১ লাখ ৩ হাজার ১৪৯ ও লক্ষ্মীপুর-২ আসনে ১ লাখ ২৩ হাজার ৫২৬ ভোট পেয়ে জয় পান তিনি।

২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিন আসনে প্রার্থী হন খালেদা জিয়া। এই নির্বাচনেও যথারীতি সব আসনে বিপুল ভোটে জয় পান তিনি। এর মধ্যে বগুড়া-৬ আসনে ১ লাখ ৯৩ হাজার ৭৯৩, বগুড়া-৭ আসনে ২ লাখ ৩২ হাজার ৭৫৮ ও ফেনী-১ আসনে ১ লাখ ১৪ হাজার ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোসহীন: নাহিদ ইসলাম Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় Dec 30, 2025
img
দিল্লি থে‌কে বাংলাদেশের হাইকমিশনারকে জরুরি ঢাকায় তলব Dec 30, 2025
img
দুপুরে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে বসছে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক Dec 30, 2025
img
বেগম জিয়ার মৃত্যুতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর শোক প্রকাশ Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Dec 30, 2025
img
২৩টি সংসদীয় আসনে নির্বাচন করেও পরাজয়ের কোনো রেকর্ড নেই বেগম জিয়ার Dec 30, 2025
img
তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে: প্রধান উপদেষ্টা Dec 30, 2025
img
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আলোচিত বেগম জিয়ার মৃত্যুর খবর Dec 30, 2025
img
বুধবার মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হতে পারে Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে সারজিস আলমের ফেসবুক পোস্ট Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি Dec 30, 2025
img
এই জাতি আপনাকে সর্বদা গর্বের সঙ্গে স্মরণ করবে: আশফাক নিপুন Dec 30, 2025
img
রাজধানীতে মাঝারি কুয়াশা, ঠান্ডা অব্যাহত Dec 30, 2025
img
সরকারি প্রতিষ্ঠান পরিচালনায় দরকার টেকসই পরিকল্পনা: পরিকল্পনা সচিব Dec 30, 2025
img
খালেদা জিয়ার জানাজার সময় নিয়ে বিএনপির বার্তা Dec 30, 2025
img
১৫ দিনে ১৫ কোটি টিকিটের আবেদন পেল ফিফা Dec 30, 2025
img
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকের বিদায় : বান্নাহ Dec 30, 2025