শোকের ছায়া বগুড়ায়, বেগম জিয়ার মৃত্যুতে চলছে দোয়ার আয়োজন

বগুড়ার গাবতলীর বাঘবাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দোয়ার আয়োজন চলছে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে আছেন সেখানকার মানুষ৷ শুধু বাঘবাড়ি এলাকা নয়, পুরো বগুড়াজুড়েই শোক নেমে এসেছে।


বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার জন্য ওই অঞ্চলের মানুষের আবেগ ও অনুভূতি একান্তই ঘরোয়া৷ তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নিজেদের গর্বের ‘ব্যাটার বউ’য়ের মৃত্যুতে পরিবারের সদস্য কিংবা স্বজন হারানোর মতোই সমব্যথী বগুড়ার সাধারণ মানুষও। ৪৩ বছর ধরে দল, দেশ এবং দেশের মানুষের স্বার্থে অবিচল-আপসহীন থাকা নেত্রীর ওপর বিগত দেড় দশক ধরে চলা অবর্ণনীয় নিপীড়নের কথা বলতে গিয়ে অশ্রুসজল হয়ে পড়েছেন স্থানীয় বিএনপি নেতারাও।
 
১৯৬০ সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল বউ হয়ে আসেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। স্বামী জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। মহান মুক্তিযুদ্ধের দুঃসহ দিনগুলোতে জিয়াউর রহমান যখন যুদ্ধের ময়দানে কিংবা পরে তিনি যখন দেশের প্রেসিডেন্ট হন, তখন বেগম খালেদা জিয়া সব সময়ই থেকেছেন এমন বাঙালি বাড়ির ঘর-সংসার আর সন্তানদের সামলানো গৃহবধূ হিসেবেই। স্বামী যখন দেশ আর দেশের মানুষ নিয়ে ব্যস্ততায়, তার ব্যস্ততার কেন্দ্রবিন্দু তখন কেবলই দুই ছেলে আর তাদের সংসার।

 
১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হলে গৃহবধূ বেগম জিয়াকে দেশ ও দলের ক্রান্তিলগ্নে হাল ধরতে হয় বিএনপির। দলীয় প্রধানের মৃত্যুর পর একহাতে দলকে সামলে, আরেক হাতে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন সংগঠিত করে আশি ও নব্বই দশকের সন্ধিক্ষণে আস্থাশীল জাতীয় নেতায় রূপ নেন বেগম খালেদা জিয়া।
 
১৯৯১ সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। পরে আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়ার দুটি সংসদীয় আসন থেকে প্রার্থী হন বেগম জিয়া। ওই নির্বাচন থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বগুড়া থেকে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবারই পুত্রবধূ খালেদা জিয়াকে আঞ্চলিক ভাষায় ‘ব্যাটার বউ’ ভোটে দাঁড়িয়েছে, তাকে জেতাতে হবে- এমন প্রত্যয় নিয়ে বাক্সভর্তি ভোট দিয়েছেন বগুড়ার মানুষ।
 
 
এদিকে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেতাকর্মীদের জরুরিভাবে আসার আহ্বান জানিয়েছে বিএনপি।
 
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, নেতাকর্মীরা আসার পর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

নতুন গানে নতুন আবহ কোনাল-নিলয়ের Dec 30, 2025
img
খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ-ইরানের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ Dec 30, 2025
img

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

রাষ্ট্রীয় শোকেও পরীক্ষা আয়োজনে কোনো বাধা নেই Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন শাকিব খান Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে জেমসের গভীর শোক প্রকাশ Dec 30, 2025
img

খালেদা জিয়ার মৃত্যু

গুলশান কার্যালয়ে বৈঠকে তারেক রহমান Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে মেহের আফরোজ শাওনের মন্তব্য Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে সজীব ওয়াজেদ জয়ের বার্তা Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক Dec 30, 2025
img
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের শোক Dec 30, 2025
img
খালেদা জিয়া কখনো আপসের চোরাবালিতে যাননি: দুদু Dec 30, 2025
img
চীনের জনগণ সর্বদা সর্বোচ্চ সম্মানের সঙ্গে বেগম জিয়াকে স্মরণ করবে: চীনা রাষ্ট্রদূত Dec 30, 2025
যে অভ্যাস মানলে জীবন ব-দ-লে যাবে | ইসলামিক টিপস Dec 30, 2025
নবিজীর তরুন বয়েসের একটা চমৎকার ঘটনা | ইসলামিক জ্ঞান Dec 30, 2025
img
আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া: আখতার Dec 30, 2025
img
এত শ্রদ্ধা, সম্মান, ভালোবাসায় বেগম জিয়ার বিদায় বিশেষ মুহূর্ত: আসিফ নজরুল Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে ইইউ-ফ্রান্স-যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার শোক Dec 30, 2025
img
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর Dec 30, 2025
img
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে Dec 30, 2025
img

জাতির উদ্দেশে ভাষণ

ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার Dec 30, 2025