ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের ‘সোলজার’ ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা ছিল। কিন্তু সেটা অবশেষে পিছিয়ে গেছে। এ ছবিটি পরিচালনায় আছেন সাকিব ফাহাদ। এটিই তার প্রথম সিনেমা।
ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এর বাইরে রয়েছেন আরেক অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবিটি ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও সেটি আপাতত হচ্ছে না। নতুন বছরেও কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে সেটিও এখনো নিশ্চিত নয়।
তবে একটি সূত্র থেকে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে ছবিটি মুক্তি পাচ্ছে না। আর যদি সেটা হয় তবে ঈদ ছাড়া ছবিটি মুক্তির আর নতুন তারিখ কাছাকাছি সময়ে নেই। অন্যদিকে, শাকিবের আরও একটি ছবি মুক্তির কথা রয়েছে ঈদে। শাকিব নিজেও চান না তার দু’টি ছবিই একই ঈদে মুক্তি পাক। গত বেশ কিছু ঈদেই তার প্রমাণ মিলেছে।
এদিকে, ‘সোলজার’-এ একজন সরকারি কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এমন চরিত্রে এর আগে তাকে দেখা যায়নি। ছবিটি নিয়ে বেশ আশাবাদী এ নায়কও। একাধিকবার ছবিটি নিয়ে তিনি তার আশার কথাও ব্যক্ত করেছেন।
আরআই/টিএ