খালেদা জিয়ার মৃত্যুতে চিত্রনায়িকা পরীমনির শোক প্রকাশ
মোজো ডেস্ক 03:53PM, Dec 30, 2025
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের আবহ। ফেসবুক যেন পরিণত হয়েছে শোকবার্তার বইয়ে। দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও আবেগঘন বার্তায় স্মরণ করছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে।
অভিনেত্রী পরীমনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়াকে নিয়ে শোক প্রকাশ করেছেন।
পরীমনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘তিনি চলে গেলেন। কিন্তু হারিয়ে গেলেন না। সহ্য, সাহস আর দীর্ঘ লড়াইয়ের ভেতর দিয়ে বেগম খালেদা জিয়া নিজেকে রেখে গেলেন বাংলাদেশের মানচিত্রেই। জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন, রাজনৈতিক সংগ্রাম শুধু ক্ষমতার নয়, আত্মমর্যাদারও।’
তিনি আরো রলেন, দেশের সংকটময় সময়ে নেতৃত্ব, প্রতিরোধের ভাষা আর অনড় অবস্থান সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন একটি সময়ের নাম। শারীরিক অসুস্থতা, কারাবাস, রাজনৈতিক চাপ কিছুই তাঁকে নত করতে পারেনি। সেই অর্থে বেগম খালেদা জিয়া হেরে যাননি; ইতিহাসের বিচারে তিনি জিতে গেছেনই।