বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বুধবার (৩১ ডিসেম্বর) নিয়মিত সময়সূচির বাইরে বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, যাত্রীসাধারণের সুবিধা নিশ্চিত করতে নিয়মিত সময়সূচির পাশাপাশি অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চালু রাখা হবে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা ও নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
এমকে/টিএ