অর্জুন চক্রবর্তী তিন দশক পর আবার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে বড়পর্দায় দেখা দিতে চলেছেন। নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত নতুন সিনেমায় এই জুটি ২০২৬ সালের শুরুতেই দর্শকদের আনন্দ দিতে প্রস্তুত। সোমবার উইন্ডোজ অফিসে লুক সেটের জন্য উপস্থিত হয়েছিলেন অর্জুন, যেখানে শিবপ্রসাদ তাঁর সঙ্গে ছবি দিয়ে নতুন বছরের বড় চমকের ইঙ্গিত দিলেন।
অর্জুনের বিপরীতে এই ছবিতে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রাইমা সেনকে। শিবপ্রসাদ জানিয়েছেন, ১৯৯৬ সালে ‘ঘুম নেই’ সিরিয়ালে একসঙ্গে কাজ করার পর এবার ৩০ বছর পর আবার অর্জুনকে পাশে পেয়ে আনন্দিত। অর্জুনও দীর্ঘ ছয় বছর বাদে বড়পর্দায় ফিরছেন এবং বলেছেন, “ভালো রোল না পেলে কখনো কাজ করব না। শিবু যখন এই চরিত্রটি আমাকে শোনালেন, তা এতটাই নেশা ধরানো চরিত্র যে না বলা সম্ভব হয়নি। বাংলা সিনেমায় এরকম চরিত্র আগে দেখা যায়নি। শিবু বলল- তোমাকে ছাড়া আর কাউকে মানাবে না। এই চরিত্র আমাকে প্রচণ্ড উজ্জীবিত করেছে।”
শুটিং শুরু হবে নতুন বছরের ৪ জানুয়ারি থেকে। নতুন ছবিতে অর্জুনের পারফরম্যান্স, কনীনিকা ও রাইমার উপস্থিতি এবং শিবপ্রসাদের পরিচালনায় দর্শকরা দেখতে পাবেন চমকপ্রদ কনটেন্ট এবং অভিনব কাস্টিংয়ের সংমিশ্রণ।
আরপি/এসএন