দ্য রাজা সাব-এর নতুন ভিজ্যুয়াল প্রকাশের পরই উচ্ছ্বসিত ভক্তরা। অনেকের কাছেই এটি যেন প্রভাসের ‘ভিন্টেজ’ রূপে প্রত্যাবর্তন—যে প্রভাস একসময় সিনেমা হল কাঁপিয়েছেন কাঁচা শক্তি, দুর্দমনীয় উপস্থিতি আর আগুন ঝরা চোখে। এখানে নেই পালিশ করা প্যান-ইন্ডিয়া নায়কসত্তা; বরং দেখা মিলছে বিদ্রোহী এক নায়কের, যার হাঁটাচলায় আত্মবিশ্বাস, চোখে চ্যালেঞ্জ আর পর্দাজুড়ে আধিপত্য।
রুক্ষ লুক, অ্যাকশনঘন মুহূর্ত আর তীব্র অভিব্যক্তিতে প্রভাস ছড়িয়ে দিচ্ছেন সেই পুরোনো ‘মাস’ আভা, যা তার শুরুর দিকের সুপারহিট ছবিগুলোর কথা মনে করিয়ে দেয়। এই ভিজ্যুয়াল শুধু অ্যাকশনের ইঙ্গিতই দেয় না, বরং নস্টালজিয়াও উসকে দেয়—এক সময়ের প্রভাসের আদিম আকর্ষণকে আবার সামনে আনে।
ভিজ্যুয়ালে ধরা পড়া এই শক্তি যদি পুরো ছবিতে প্রতিফলিত হয়, তবে দ্য রাজা সাব শুধু আরেকটি সফল ছবি নয়—বরং প্রভাসের হারানো সিংহাসন পুনর্দখলের ঘোষণাই হতে পারে।
এবি/টিকে