দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার অভিনেতা মোহনলালের মা শান্তাকুমারী আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কোচির এলামাক্কারায় অভিনেতার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মস্তিষ্কজনিত অসুস্থতায় ভুগছিলেন শান্তাকুমারী।
তিনি কেরালা সরকারের আইন সচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছিলেন।
মোহনলালের মায়ের মৃত্যুর খবরে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে এলামাক্কারার বাড়িতে উপস্থিত হন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতারা।
জানা গেছে, আজ বুধবার (৩১ ডিসেম্বর) তিরুবনন্তপুরমে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, শান্তাকুমারী পাঠানামথিট্টা জেলার এলান্থুর গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি তিরুবনন্তপুরমের মুদাভানমুগল এলাকায় তাঁদের ‘হিল ভিউ’ নামের বাসভবনে বসবাস করছিলেন।
এমকে/টিএ