পরপর কয়েকটি ছবি প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় সালমান খানের আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। অনেকেরই আশা, এই ছবির হাত ধরেই বড়সড় কামব্যাক করবেন বলিউডের ভাইজান।
শোনা যাচ্ছে, এই ছবির জন্য প্রায় ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান। পাশাপাশি ছবিটির জন্য তাঁকে শারীরিক ও মানসিকভাবে কঠোর পরিশ্রমও করতে হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং পাচ্ছেন প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক। অভিনেতা অঙ্কুর ভাটিয়া নিচ্ছেন প্রায় দেড় কোটি রুপি। এছাড়া অভিলাশ চৌধুরী পাচ্ছেন ৫০ লাখ রুপি এবং হীরা সোহেল পাচ্ছেন প্রায় ১ কোটি রুপি।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ব্যাটল অফ গালওয়ান’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।
২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘটিত ভয়াবহ সংঘর্ষের ঘটনাই উঠে আসবে এই ছবিতে। ওই সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় সেনা, পাশাপাশি হতাহতের ঘটনা ঘটে চিনা সেনাদের মধ্যেও।
বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি সালমান খানের ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার অপেক্ষা।
আরআই/টিএ