বছরশেষে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। ২০২৫ সালকে তাঁর জীবনের একটি বিশেষ বছর হিসেবে উল্লেখ করে অনিন্দিতা লিখেছেন, “হারিয়েছি, পেয়েছি, হেঁটে গিয়েছি, আর এই পাওয়া না পাওয়ার যুদ্ধ করতে করতে বেশ কিছুটা রাস্তা এগিয়েও গিয়েছি, আরও অনেক রাস্তা বাকি, যুদ্ধ বাকি, ভালোবাসা বাকি, শেখা বাকি।”
অভিনেত্রী তাঁর পোস্টে মিষ্টি কিছু ছবি শেয়ার করেছেন। পরিবার, স্বামী সুদীপ ও একরত্তি মেয়ের সঙ্গে মুহূর্তগুলোই বছরের বিশেষ মুহূর্তগুলোর অংশ। মাতৃত্বের আনন্দ এবং পেশাগত জীবনকে সমন্বয় করে অনিন্দিতা নতুন বছরে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মা হওয়ার পর কিছুমাস পর্দা থেকে দূরে থাকলেও ধারাবাহিকে ফের নতুন ধরনের চরিত্রে দর্শকদের সামনে এসেছেন অনিন্দিতা। পাওয়া না পাওয়ার মাঝে সবার ভালোবাসা এবং সমর্থনকে পাথেয় করে নতুন বছরে নতুন প্রাপ্তির পথে এগোবেন বলে জানান তিনি।
এমকে/টিএ