বন্ধুর জন্য চোখ ভিজে গেল অমিতাভ বচ্চনের। প্রয়াত ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগ ধরে রাখতে পারলেন না বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। আগামী ১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবি ‘ইক্কিস’।
এই ছবিতেই জীবনে শেষবারের মতো অভিনয় করেছেন ধর্মেন্দ্র। জানা গেছে, তাঁর জীবনের শেষ দিনগুলোর বড় একটা সময় কেটেছে এই ছবির শুটিং সেটেই। তাই ‘ইক্কিস’-এর প্রসঙ্গ উঠতেই স্মৃতি হাতড়ে ভেঙে পড়েন অমিতাভ।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের একটি পর্বে ‘ইক্কিস’ ছবির অভিনেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। সেখানেই ধর্মেন্দ্রকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, হিন্দি চলচ্চিত্র জগতের এক মহান ব্যক্তিত্ব অসংখ্য অনুরাগী রেখে পৃথিবী ছেড়ে গেছেন। অমিতাভের কথায়, ‘ইক্কিস’ শুধু একটি ছবি নয়, ধর্মেন্দ্রের শিল্পীসত্তার শেষ মূল্যবান স্মারক। একজন প্রকৃত শিল্পী শেষ দিন পর্যন্ত শিল্পের সঙ্গেই থাকেন ধর্মেন্দ্র সেটাই করে গেছেন।
কথাগুলো বলতে বলতে অমিতাভের কণ্ঠ ভারী হয়ে আসে। তিনি জানান, ধর্মেন্দ্র শুধু একজন মানুষ নন, তিনি নিজেই একটি অনুভূতি। সেই অনুভূতি কখনো হারিয়ে যায় না, স্মৃতি আর প্রার্থনার মধ্যেই থেকে যায় আজীবন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ইক্কিস’ ছবির আরেক অভিনেতা জয়দীপ অহলওয়াত। তিনি বলেন, ধর্মেন্দ্রের সঙ্গে কাজ করাকে নিজের জীবনের সৌভাগ্য বলে মনে করেন। সেটে কখনোই মনে হয়নি, এত বড় একজন তারকার পাশে অভিনয় করছেন; বরং পরিবারের একজন সদস্যের মতোই ছিলেন ধর্মেন্দ্র।
উল্লেখ্য, ‘ইক্কিস’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। ধর্মেন্দ্রের শেষ অভিনয় ও অমিতাভের আবেগ সব মিলিয়ে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
এমকে/টিএ