মথুরায় নির্ধারিত অভিনেত্রী সানি লিওনের নববর্ষ উদযাপনের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। ধর্মীয় সংগঠনগুলোর তীব্র আপত্তির মুখে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় একটি বার নতুন বছরকে ঘিরে বিনোদনমূলক এই আয়োজনের পরিকল্পনা করেছিল।
অনুষ্ঠান ঘোষণার পরপরই শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসসহ একাধিক ধর্মীয় সংগঠন এর বিরোধিতা করে। তাদের অভিযোগ, ব্রজভূমির পবিত্র ভূমিতে এ ধরনের বিনোদনমূলক আয়োজন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানানো হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
পরিস্থিতি পর্যালোচনা শেষে জেলা প্রশাসন অনুষ্ঠানের অনুমতি বাতিল করে। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও ধর্মীয় নেতা দীনেশ ফলহারি ধর্মাচার্য। তারা উত্তর প্রদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মথুরা ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত একটি পবিত্র স্থান, যেখানে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মর্যাদা রক্ষা করা জরুরি।
এই ঘটনাকে ঘিরে ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে বিনোদনমূলক আয়োজনের সীমা এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে সাংস্কৃতিক বিনোদনের চাহিদা, অন্যদিকে ধর্মীয় বিশ্বাসের সংরক্ষণ, এই দুইয়ের ভারসাম্য কীভাবে রক্ষা করা হবে, তা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।
এমআর/টিএ