ভারতীয় সিনেমার ইতিহাসে জানুয়ারি ২০২৬ হয়ে উঠতে চলেছে অন্যতম ব্যস্ত ও আলোচিত মাস। নতুন বছরের শুরুতেই ১ জানুয়ারি মুক্তি পাচ্ছে আবেগঘন ছবি ‘ইক্কিস’, যেখানে শেষবারের মতো পর্দায় দেখা যাবে কিংবদন্তি ধর্মেন্দ্রকে। ৯ জানুয়ারি প্রভাস ফিরছেন অতিপ্রাকৃত-রোমান্টিক থ্রিলার ‘দ্য রাজা সাব’ নিয়ে, একই দিনে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার বিজয়ের বিদায়ী ছবি ‘জননায়াগন’।
মাসের মাঝামাঝি ১৬ জানুয়ারি বড় সংঘর্ষ—ফ্যান্টাসি অ্যাকশন ‘রাহু কেতু’ বনাম ব্যঙ্গধর্মী গুপ্তচর ছবি ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’। ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেশপ্রেমের ছবি ‘বর্ডার টু’, বড় পর্দায় ফিরছেন বরুণ ধাওয়ান, সঙ্গে সানি দেওল। সংক্ৰান্তিতে মুখোমুখি চিরঞ্জীবী ও শিবকার্তিকেয়ন। সব মিলিয়ে জানুয়ারি ২০২৬ যেন ব্লকবাস্টারের ঝড়।
এবি/টিকে