বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে সাক্ষাৎ হয়েছে দক্ষিণ এশিয়ার দুই বৈরী দেশ ভারত ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের। গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিকতার আগ মুহূর্তে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়। এসময় তারা হাত মেলানোর পাশাপাশি কুশল বিনিময় করেন। জানা যায়, গতকাল দুপুরে খালেদা জিয়ার জানাজার আগে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে তাদের জন্য নির্ধারিত একটি কক্ষে বসেছিলেন সার্কভুক্ত দেশের ছয় প্রতিনিধি।
একপর্যায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এগিয়ে গিয়ে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিকের সঙ্গে হাত মেলান। এসময় তারা দুজন কুশল বিনিময় করেন।
ভারত-পাকিস্তানের প্রতিনিধি ছাড়াও সেসময় ওই কক্ষে উপস্থিত ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সামরিক সংঘাতের পর গতকালের এই সাক্ষাৎই দুই দেশের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরপি/এসএন