আগামী রোববার (৪ জানুয়ারি) থেকে ভিসা আবেদনের জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করছে ঢাকার ইন্দোনেশিয়ান দূতাবাস।
বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার ইন্দোনেশিয়ান দূতাবাস এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দূতাবাস ৪ জানুয়ারি ২০২৬ থেকে ভিসা আবেদনের জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বাস্তবায়ন করবে।
উল্লেখ্য, নতুন অনলাইন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এরইমধ্যে চালু হয়েছে এবং আবেদনকারীরা আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারবেন। প্রয়োজনীয় সব নথি এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ) একই লিঙ্কে পাওয়া যাবে।
এ ছাড়া, ওয়াক ইন ভিসা আবেদন স্থায়ীভাবে বন্ধ রয়েছে বলেও জানানো হয়েছে।
আরপি/এসএন