তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে রোমে একটি মসজিদে।
বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় রোমে বাংলাদেশি অধ্যুষিত এলাকা টিএমসি মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিম রকিবুল হক, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ঢালি নাসির উদ্দিন, ইতালি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অন্যদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বের একজন প্রতীক ছিলেন তিনি।
প্রায় ৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
আরআই/টিএ