সাম্প্রতিক প্রিমিয়ার লিগ ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে হতাশাজনক পারফরম্যান্সের জেরে চেলসি ম্যানেজার এনজো মারেসকার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ক্লাবের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে এবং শিগগিরই দুপক্ষের পথ আলাদা হতে পারে।
শেষ সাতটি লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে চেলসি। ১৯ রাউন্ড শেষে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে লন্ডনের ক্লাবটি, যা শিরোপা ও শীর্ষ চারে থাকার লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে।
গত মৌসুমে দায়িত্ব নেওয়ার পর মারেসকার অধীনে চেলসি কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও চলতি মৌসুমে প্রত্যাশা পূরণ হয়নি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের সম্পর্ক বর্তমানে ভালো নেই।
মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথের বিপক্ষে ২-২ ড্র ম্যাচে সমর্থকদের দুয়োর মুখে পড়েন মারেসকা। সেই ম্যাচের পরই তার অবস্থান নিয়ে চাপ আরো বেড়ে যায়।
জানা গেছে, ২০২৯ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বৃহস্পতিবার মারেসকার ভবিষ্যৎ নিয়ে ক্লাব জরুরি বৈঠক ডাকতে যাচ্ছে।
এই পরিস্থিতিতে রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মারেসকা ডাগআউটে থাকবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে চেলসিতে কোচিং বেঞ্চে বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।
টিজে/টিএ