প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে ফের নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) তিনি এ পদ্য থেকে সরে দাঁড়িয়েছিলেন। আজ বৃহস্পিতবার তাকে আবার একই পদে নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন। অবসরে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এটা করেছেন।
গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সায়েদুর রহমান লিখেছিলেন, আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছেন।
কেএন/টিএ