রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি কাভার্ডভ্যানের চালক মো. আবু নাসের সোহাগকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন থানার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৩ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সোহাগ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইয়ারপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন পুলিশ সদস্য নায়েক মো. রুবেল হক। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক সোহাগ কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী খিলগাঁও থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত নায়েক মো. রুবেল হক মালিবাগ থেকে সবুজবাগগামী ফ্লাইওভারে ওঠেন। খিলগাঁও থানাধীন এপেক্স ভবনের সামনে পৌঁছালে একই দিক থেকে বেপরোয়া ও দ্রুতগতিতে আসা একটি ৬ চাকাবিশিষ্ট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৩-৩৪২৫) পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ফ্লাইওভারের ওপর ছিটকে পড়েন এবং কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরপি/এসএন