আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের ডেরায় ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে বিপিএল শুরু হয়ে যাওয়ার কারণে পুরো আইএল না খেলেই দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। আইএলে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন দ্যা ফিজ।
৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করে এখনও টুর্নামেন্টের সর্বোচ্চ ৫ উইকেটশিকারীর তালিকায় রয়েছেন ফিজ। যেখানে তার উপরে থাকা বাকি সবাই তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। ডেথ ওভারে দুবাইয়ের অধিনায়ক মোহাম্মদ নবীর বড় ভরসা হয়ে ছিলেন কাটার মাস্টার। যে কারণে এলিমিনেটরের ম্যাচে হেরে মুস্তাফিজকে মিস করার কথা জানিয়েছেন নবী।
এলিমিনেটরের ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামে দুবাই ক্যাপিটালস। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় আবুধাবি। জবাবে ১০৮ রানে অলআউট হয়ে ৫০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন দুবাই। দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব আল হাসানদের দল এমআই এমিরেটসের বিপক্ষে মাঠে নামবে আবুধাবি।
ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে দুবাই অধিনায়ক মোহাম্মদ নবী বলেছেন, ‘ফিজ কিছুটা বেশি গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল এবং সে উইকেটশিকারী বোলার ছিল। তাকে অনেক মিস করেছি কারণ সে ডেথ ওভারের বোলার ছিল, রানগুলো আটকাতে পারত এবং উইকেটও নিতে পারত। হ্যাঁ তাকে আমরা মিস করেছি।’
বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান।
এমআর/এসএন