স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকায় ১০ জনের ৮ জনের সই জাল

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনে মনোনয়নপত্র যাচাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তথ্যে ঘাটতির কারণে আরও তিনজন প্রার্থীকে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। একইসঙ্গে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মনোনয়নপত্র যাচাই করেন।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন– স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার ও আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জিন্নাত আক্তারের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জনকে যাচাই করা হয়।

যাচাইকৃতদের মধ্যে আটজনই স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।

স্বতন্ত্র প্রার্থী আহমদ কবিরের ক্ষেত্রে নির্বাচন বিধিমালার ১২ (ক-১) ধারা অনুযায়ী, প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব দলীয় মনোনয়নপত্র ও হলফনামা দাখিল না করায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।


তথ্য ঘাটতির কারণে সময় পাওয়া তিন প্রার্থী হলেন– বাংলাদেশ সুপ্রিম পার্টির দুই প্রার্থী শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ ও মো. ওসমান আলী এবং গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান।

বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ঘাটতি পূরণ করতে না পারলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

একই দলের অপর প্রার্থী মো. ওসমান আলী মনোনয়ন যাচাইয়ের সময় উপস্থিত ছিলেন না। তথ্য ঘাটতি থাকায় তাকেও বিকেল ৪টার মধ্যে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসানের মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় স্বাক্ষর দাখিলের জন্য বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

এদিকে, বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরওয়ার আলমগীর এবং জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলীকে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আগামী ৪ জানুয়ারির পরবর্তী চার দিনের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-২ আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৯ জন মনোনয়নপত্র জমা দেন।

টিজে/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
সালমানের নতুন সিনেমার দৃশ্য ফাঁস হওয়ার গুঞ্জন Jan 02, 2026
img
বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটিতে সংগীত-শিল্পী মনির খান Jan 02, 2026
img
যশোরে বিএনপি-ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল Jan 02, 2026
img
ইসলামী আন্দোলনের মহাসমাবেশ স্থগিত Jan 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা Jan 02, 2026
img
টি-টোয়েন্টিতে ‘৪০০’ উইকেটের মাইলফলক স্পর্শ মোস্তাফিজের Jan 02, 2026
img
হাদির খুনিদের বিচার করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: উপদেষ্টা সাখাওয়াত Jan 02, 2026
img
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আ.লীগ-কৃষকলীগ নেতা আটক Jan 02, 2026
img
খাদের কিনারায় মোহামেডান, ড্র করল ব্রাদার্সের বিপক্ষে Jan 02, 2026
img
ঢাকায় ভবন ও ফ্ল্যাটের মালিক আসাদুজ্জামান, বার্ষিক আয় ৯৪ লাখ টাকা Jan 02, 2026
img
বেগম জিয়া সততার অনন্য দৃষ্টান্ত: রিজভী Jan 02, 2026
img
দেশে মুক্তিযুদ্ধবিরোধী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে : ইশরাক হোসেন Jan 02, 2026
img
চবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, আসনপ্রতি লড়েছেন ৭৩ জন Jan 02, 2026
img
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির মুকুটবিহীন সম্রাজ্ঞী: প্রিন্স Jan 02, 2026
img
ইনকিলাব মঞ্চের 'মার্চ ফর ইনসাফ' কর্মসূচি ঘোষণা Jan 02, 2026
img
এক ম্যাচে ৪ স্টাম্পিং, বিশ্বরেকর্ড চট্টগ্রাম উইকেটরক্ষকের Jan 02, 2026
img
গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: বাউবি উপাচার্য Jan 02, 2026
img
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী নীরব Jan 02, 2026
img
গুলশান আজাদ মসজিদে বেগম জিয়ার দোয়া মাহফিলে তারেক রহমান Jan 02, 2026
img
চীনে জন্মহার বাড়ানোর লক্ষ্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ওপর কর আরোপ Jan 02, 2026