ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে ফাইনালে উঠেছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানদের এমআই এমিরেটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৭ উইকেটে হারিয়েছে আবুধাবি নাইট রাইডার্সকে। ঝড়ো ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন সাকিব। রোববার এমিরেটস মুখোমুখি হবে আগেই ফাইনাল নিশ্চিত করা ডেজার্ট ভাইপারসের।
শুরুতে দারুণ বল করেছেন সাকিব আল হাসান। ৪ ওভারে ২০ রান দিয়েছেন বাঁহাতি তারকা স্পিনার। কোন উইকেট নিতে না পারলেও ব্যাটারদের রান নিতে সুবিধা করতে দেননি। এরমধ্যে ১০টি ডট বল করেছেন, হজম করেছেন মাত্র একটি ছক্কা।
সাকিব যখন ব্যাট হাতে ক্রিজে নামেন, খানিকটা চাপে এমিরেটস। এরপর ঝড় তোলেন। ২৪ বলে ৩৮ রানের ইনিংসে বাঁহাতি ব্যাটার ৫টি চার ও একটি ছক্কা মেরেছেন, স্ট্রাইকরেট ১৫৯। গুরুত্বপূর্ণ সময়ে ঝড়ো রান করে দলকে চাপমুক্ত করেছেন, তুলেছেন ফাইনালেও।
আইএল টি-টুয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমে টসে জেতে এমআই এমিরেটস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তোলে আবুধাবি নাইট রাইডার্স। জবাব দিতে নেমে ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে এমিরেটস।
নাইট রাইডার্সের পক্ষে সর্বোচ্চ ৪০ বলে ৫০ রান করেছেন আলিশান শারাফু। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের থেকে। ব্রেন্ডন ম্যাকমুলেন তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন। নাইট রাইডার্সের আর কোন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।
সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আল্লাহমোহাম্মদ গজনফার। ২টি করে উইকেট নিয়েছেন মুহাম্মদ রোহিত ও ফজলহক ফারুকি।
ফাইনালে যাওয়ার পথে সাকিবের দল ব্যাটে নেমে শুরুতেই হারায় আন্দ্রে ফ্লেচারকে। এরপর ১০ রান করে সাজঘরে ফেরেন মুহাম্মদ ওয়াসিম। ক্রিজে থেকে ইনিংস ধরে রাখার কাজটা করেছেন টম ব্যান্টন। ফিফটি তুলে ৫৩ বলে সর্বোচ্চ ৬২ রানে ব্যান্টন অপরাজিত ছিলেন।
আবুধাবির অজয় কুমার ২টি এবং সুনীল নারিন একটি করে উইকেট নিয়েছেন।