বিশ্বকাপের আগে রহস্যময় ভিলা ও কালো টাকার অভিযোগে বিপাকে আর্জেন্টিনার ফুটবল

বিশ্বকাপের আগে বিপাকে আর্জেন্টিনা। কর ফাঁকি দেয়া, ম্যাচ গড়াপেটা, অর্থ কেলেঙ্কারিসহ বেশ কিছু অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ তোভিগিনোর বিরুদ্ধ্বে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের বিরুদ্ধ্বে বুয়েন্স আয়ার্সের শহরতলির একটি বাড়িতে অবৈধ সম্পদ লুকিয়ে রাখার অভিযোগ তোলা হয়। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে গোয়েন্দারা।

বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র পাঁচ মাস। প্রস্তুতিতে মনোযোগী বিশ্বকাপজয়ী দলটা। বিশ্ব আসরে মাঠে নামার আগে আর্জেন্টিনার আছে গুরুত্বপূর্ণ আরেক মিশন। আগামী মার্চে ফিনালিসিমায় স্পেনের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। তবে, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের আগে বড় বিপাকে আর্জেন্টিনা।

কর ফাঁকি, অর্থ জালিয়াতি সহ আরও বেশ কিছু অভিযোগে পুলিশি তদন্তে আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন বড় কর্তা। ২০২৪ এর মার্চে সাবেক ফুটবলার কার্লোস তেভেজ সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। বুয়েনস আয়ার্সের শহরতলি পিলার অঞ্চলের একটি বাড়িতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়।



শুধু যাতায়াতই নয়, সেই বাড়িতে নাকি টাকা ভর্তি একটা ব্যাগও মাটিতে পুতে রাখা হয় এমন অভিযোগ তোলেন তেভেজ। শহরতলির সেই বাড়িতে অবৈধভাবে একটি পুরনো মূল্যবান গাড়িও লুকিয়ে রাখার অভিযোগ করেন সাবেক স্ট্রাইকার। যে অভিযোগের প্রেক্ষিতে আর্জেন্টিনার রাজনৈতিক দল কোয়ালিশন সিভিক পুলিশি তদন্তের দাবি জানায়।

এরপরই শুরু হয় তদন্ত। পুলিশের তদন্ত শুরু হওয়ার পর বেরিয়ে আসে অবাক করা সব তথ্য। শহরতলির বাড়িটিই এএফএর আর্থিক দুর্নীতির কেন্দ্র বলে জানায় পুলিশ। এই দুর্নীতিতে শুধু এএফএ-র সঙ্গে জড়িত রয়েছে বেশ কয়েকটি ক্লাবও। অর্থ জালিয়াতি, ম্যাচ গড়াপেটা, জালিয়াতি করা টাকা ভাগ করা কিংবা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় সেখানে।

ডিসেম্বরের শেষদিকে আর্থিক পরিষেবা প্রদানকারী একাধিক সংস্থার দফতরেও তল্লাশি চালায় তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। এরপর তল্লাসি চালানো হয় শহরতলির সেই বাড়িটিতেও। সেখানে একটি হেলিপোর্ট, ৫৪টি গাড়ির সন্ধান মেলে। দেশটির একটি রাজনৈতিক দলের দাবি, এই বেআইনি সম্পত্তি এএফএ সভাপতি তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো টোভিগিনোর অর্থ-পাচার কারবারের অংশ।

মূলত তাপিয়া ও তার সহযোগিদের ১৩ মিলিয়ন ডলার জালিয়াতির কারণে কর ফাঁকি দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এএফএর বিরুদ্ধ্বে ওঠে এমন অভিযোগের তদন্ত চলছে। এ ঘটনার প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এএফএর পক্ষ থেকে।

এএফএ এবং সংস্থার কর্তাদের বিরুদ্ধে একের পর এক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসায় নড়েচড়ে বসেছে আর্জেন্টিনার প্রশাসনও। বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। মেসিরা যখন দেশকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন, সে সময় কর্তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগে ক্ষুব্ধ আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরাও। আগামী বিশ্বকাপে দলের পারফরম্যান্সে এএফএ কর্তাদের দুর্নীতির প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ফুটবলপ্রেমীদের একাংশ।

এমআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মাদুরোকে আটকের পর নিন্দা জানিয়েছিলেন কলাম্বিয়ার প্রেসিডেন্ট, এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি Jan 05, 2026
img
তারেক রহমান বর্তমানে দেশে জাতীয় ঐক্যের প্রতীক : দুলু Jan 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে পদায়ন Jan 05, 2026
img
দেশ গঠনে খালেদা জিয়ার অবদান জাতি যুগ যুগ স্মরণ রাখবে: খন্দকার মোশাররফ Jan 05, 2026
img
ঢাকার দূষিত বাতাসে অসুস্থ হয়ে হাসপাতালে সুনিধি Jan 05, 2026
img
সাকিবকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন নাসুম Jan 05, 2026
img
মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার Jan 05, 2026
img
বাংলাদেশ ভারতে না গেলে কত টাকা ক্ষতি হবে ভারতের? Jan 05, 2026
img
ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ Jan 05, 2026
img
ফিতা কেটে বেঁচে থাকতে চাই না: রিয়েলি Jan 05, 2026
img
পুতিনের বাসভবনে হামলা, বিশ্বাস করেন না ট্রাম্প Jan 05, 2026
img
মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা Jan 05, 2026
img
ট্রাম্পকে ব্যঙ্গ করে সেরা পুরস্কার জিতলেন উপস্থাপক জিমি কিমেল Jan 05, 2026
img
গ্রেপ্তার হওয়া সুরভীকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ Jan 05, 2026
img
জুলাইযোদ্ধা সুরভী দ্রুত প্রতিকার পাবে: আসিফ নজরুল Jan 05, 2026
img
‘অন্যান্য দেশও মার্কিন হস্তক্ষেপের মুখে পড়তে পারে’, ট্রাম্পের হুঁশিয়ারি Jan 05, 2026
img
অভিনেতা দেবসহ পরিবারের ৩ সদস্যকে তলব Jan 05, 2026
ছাত্র অধিকারের পিঠা উৎসবে যা বললেন সাদিক কায়েম Jan 05, 2026
জয় হাতছাড়া দুই জায়ান্টের, ড্রয়ে থামল সিটি ও লিভারপুল Jan 05, 2026
img
গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করুন: ট্রাম্পকে ড্যানিশ প্রধানমন্ত্রী Jan 05, 2026