ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত তাহমিনা আক্তার।
এই আসনে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাহমিনার বর্তমান বয়স ২৫ বছর ২ মাস ২২ দিন। তিনি দলটির পক্ষে আপেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, তাহমিনা আক্তারের ব্যাংক হিসাবে রয়েছে ২ হাজার ৫০০ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে দুই লাখ ১০ হাজার টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় দুই লাখ ২০ হাজার টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতায় তাহমিনা আক্তার বিএ (অনার্স) পাশ।
নরসিংদী-৫ আসনে এবার মোট ১১ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। তাদের মধ্যে বয়সের দিক থেকে সবচেয়ে নবীন প্রার্থী হলেন তাহমিনা আক্তার। এর আগে, ডাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করেন তাহমিনা আক্তার।
পরে তিনি নির্বাচন বর্জন করেন। সে সময় তাহমিনা আক্তার অভিযোগ করে বলেছিলেন, ‘আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হচ্ছে। এসব কারণে আমি ভিপি পদ থেকে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। আমি এ ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।
এসএস/টিএ