ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই কার্যক্রম শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণা পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'শাপলা কলি' প্রতীকে জমা দেওয়া তার মনোনয়নপত্র গৃহীত হওয়ায় তিনি স্বাগত জানান। আশা করেন, আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
তবে ইসির ভূমিকার সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, 'তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনকে আর চোখে দেখছি না।' তার অভিযোগ, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে ব্যাপক হারে পোস্টার ও ব্যানার ব্যবহার করা হলেও ইসির কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। কোনো কোনো নির্বাচন কমিশনারের বক্তব্য 'দলীয়' এবং 'লজ্জাজনক' মনে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-১৮ ছেড়ে ছেড়ে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা।
আসন পরিবর্তনের বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি ঢাকা-১৮ আসনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমাদের এই ১১-দলীয় জোটটি একটি কৌশলগত জোট। বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং জোটের সমন্বিত সিদ্ধান্তের কারণেই আমি এখন ঢাকা-৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, এই জোটটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ‘কৌশলগত ঐক্য’। মনোনয়ন দাখিল শেষে ওইদিন নিজের সংকল্প ব্যক্ত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি এখানে শহীদ হওয়ার তামান্না নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট মানুষকে নিরাপদ রাখা, ভারতীয় আধিপত্যবাদ থেকে রক্ষা করা এবং দেশ থেকে দুর্নীতি দূর করা। ইনশাআল্লাহ, আমাদের জোট সরকার গঠন করবে।’
জনগণের উদ্দেশে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘আমি যদি মরেও যাই, আপনারা হার মানবেন না; আপনারা লড়াই চালিয়ে যাবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।’ এই আসনে আসায় ঢাকা-৮-এর নির্বাচনী সমীকরণ বেশ জটিল হয়ে উঠল। এই আসন থেকে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।অন্যদিকে, সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিও এই আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।
জাতীয় নাগরিক পার্টির এই নেতা ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন এবং জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত দলগুলো তার সমর্থনে মাঠে থাকবে বলে জানা গেছে।
এসএস/টিএ