শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র আপাতত স্থগিত করেছে নির্বাচন কর্তৃপক্ষ। দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়টি উঠে আসায় নির্বাচন আইন অনুযায়ী তার প্রার্থিতা স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র ও হলফনামা যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ের সময় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করলেও এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের কোনো প্রমাণপত্র জমা দিতে পারেননি।
সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, বিএনপি থেকে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার পরই তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেছেন। বড়দিন ও নতুন বছরের ছুটির কারণে আবেদন প্রক্রিয়ায় সময় লাগছে। তিনি নাগরিকত্ব বাতিলের আবেদনপত্র ও নির্ধারিত ফি জমার কাগজপত্র মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করেছেন বলেও জানান।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান বলেন, শেরপুর-২ আসনে ২৯ ডিসেম্বর মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমআর/টিএ