সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রয়াত প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক নেতা ও বিভিন্ন বক্তা। এ সময় বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সাবেক প্রধানমন্ত্রীর অবদানের কথা তুলে ধরেন। পরে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, প্রতিশোধপরায়ণ হাসিনার কারণে তিলে তিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, তবুও তিনি কোনো আপোষ করেননি। তিনি বলেন, এই আপসহীনতা ও দৃঢ় নেতৃত্বই তাকে দেশের রাজনীতিতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
এবি/টিকে