বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে সহানুভূতি জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আজ শনিবার (৩ জানুয়ারি) রাতে গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। এ সময় কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষর এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মাহমুদুর রহমান। সাক্ষাৎকাল বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণা করেন আমার দেশ সম্পাদক।
এ সময় তার সঙ্গে ছিলেন আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, ডেপুটি চিফ রিপোর্টার বাছির জামাল এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ।
প্রসঙ্গত, গুলশান কার্যালয়টি ব্যবহার করতেন দলটির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর (২০২৫) মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে আপসহীন নেত্রী খালেদা জিয়া।
তার মৃত্যুর পর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুলশান কার্যালয়ে যাচ্ছেন এবং সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করছেন। তাদের মধ্যে অনেকেই দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করছেন।
কেএন/টিকে