বিএনপির মধ্যে কমপক্ষে ১০ শতাংশ গুপ্ত জামায়াত আছে : এম এ আজিজ

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ বলেছেন, বিএনপির ভেতরে কমপক্ষে ১০ শতাংশ গুপ্ত জামায়াত রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। এদের শনাক্ত করা কঠিন, কারণ তারা প্রকাশ্যে অতিরিক্ত বিএনপি-ঘেঁষা অবস্থান প্রদর্শন করে নেতৃত্বের আস্থা অর্জন করে এবং ধীরে ধীরে দলের অভ্যন্তরে প্রভাব বিস্তার করে।

শনিবার (৩ জানুয়ারি) মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘অন্যমঞ্চ’—তে সাক্ষাৎকারে এম এ আজিজ এসব কথা বলেন। নির্বাচনী হলফনামা নিয়ে সমালোচনা করে এম এ আজিজ বলেন, নির্বাচনী হলফনামায় প্রকৃত হিসাব দেওয়া হয় না; দেওয়া হয় আনুমানিক ও সাজানো সংখ্যা।

কারণ, হলফনামার সঙ্গে কোনো বাস্তব হিসাব-সংক্রান্ত কাগজপত্র সংযুক্ত করার বাধ্যবাধকতা নেই। অথচ বাস্তবতা হলো—ঢাকা শহরে একটি আসনে নির্বাচন করতে ৫ কোটি থেকে ২০ কোটি টাকা, কোথাও কোথাও তারও বেশি খরচ হয়।

তিনি মনে করেন, প্রার্থী চূড়ান্ত করার কমপক্ষে তিন মাস আগে রাজনৈতিক দলগুলোকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। দুদক, এনএসআইসহ সব সংস্থার মাধ্যমে প্রার্থীর অর্থনৈতিক স্বচ্ছতা ও সততা যাচাই করা জরুরি।

দুর্নীতি যখন রাষ্ট্রের বড় সমস্যা, তখন দুর্নীতি দমনের সূচনা হওয়া উচিত প্রার্থী বাছাই থেকেই। এ ছাড়া সমস্যা কেবল সিস্টেমের নয়, প্রার্থীর মানসিকতারও। যে ব্যক্তি শুরুতেই হিসাব গোপন বা বিকৃত করে, তার কাছ থেকে গণতন্ত্র, আইনের শাসন বা সুশাসনের আশা করা অবাস্তব।

এনসিপির সমালোচনা করে আজিজ বলেন, ১৯৭১ থেকে ১৯৯০ সব বড় আন্দোলনেই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। সর্বশেষ গণ-অভ্যুত্থানের পর আমি আশা করেছিলাম, অন্তত একটি শক্তিশালী তৃতীয় শক্তি হিসেবে এনসিপি টিকে থাকবে। কিন্তু জামায়াতের সঙ্গে জোটে গিয়ে সেই সম্ভাবনাই তারা নষ্ট করেছে। বাস্তবতা হলো, এই নির্বাচন প্রক্রিয়াতেই এনসিপির স্বতন্ত্র সত্তা প্রায় বিলুপ্ত হয়ে গেছে।

তিনি আরো বলেন, আজকের বাস্তবতায় জামায়াতের অবস্থান আগের চেয়ে অনেক বেশি প্রকাশ্য। একসময় যেটা ছিল ‘এ-টিম, বি-টিম’, এখন সেটা খোলামেলা। এমনকি আওয়ামী লীগ ও বিএনপির ভেতরেও গুপ্ত জামায়াত থাকার ইতিহাস নতুন নয়। বিশেষ করে বিএনপি যেহেতু একটি মধ্যপন্থী দল, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—এই গুপ্ত জামায়াতকে শনাক্ত ও বাদ দেওয়া। নইলে দলটি মধ্যপন্থী চরিত্র ধরে রাখতে পারবে না।

আমার কাছে মনে হয় বিএনপির মধ্যে কমপক্ষে ১০ শতাংশ গুপ্ত জামায়াত আছে। এম এ আজিজ মনে করেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সৎ, মধ্যপন্থী ও আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি অপরিহার্য। আর সেটা সম্ভব নয়, যদি প্রার্থী বাছাই থেকে শুরু করে জোট রাজনীতি পর্যন্ত সবখানেই আপস, গোপন সমঝোতা ও আদর্শহীনতা চলতে থাকে।

তিনি আরো বলেন, নির্বাচন প্রয়োজন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। সৎ রাজনীতি, স্বচ্ছ প্রার্থী এবং আদর্শিক স্পষ্টতা ছাড়া এই দেশের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ও মানবিক যাত্রা পূর্ণতা পাবে না।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টকে : ট্রাম্পের হুঁশিয়ারি Jan 05, 2026
img
নাইজেরিয়ায় নৌকা ডুবে প্রাণ গেল ২৬ জনের, নিখোঁজ ১৪ Jan 05, 2026
img
ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক Jan 05, 2026
img
সাংবাদিকদের দলবাজির প্রয়োজন নেই: প্রিন্স Jan 05, 2026
img
জয়ের সঙ্গে বিচ্ছেদ, খোরপোশে ক্ষুব্ধ মাহী Jan 05, 2026
img
চুলের বিভিন্ন সমস্যা কমাবে আমলকী, কারিপাতা! Jan 05, 2026
img
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ Jan 05, 2026
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Jan 05, 2026
img
সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত Jan 05, 2026
img
ভেনেজুয়েলার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান ফিলিপাইনের Jan 05, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

মোহাম্মদ সিরাজকে দুর্ভাগা বললেন এবি ডি ভিলিয়ার্স Jan 05, 2026
img
ছাত্রদল নেতার বিয়ে, ফুলের বদলে ধানের শীষ উপহার পেলো অতিথিরা Jan 05, 2026
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটির মাঠে শেষ মুহূর্তের গোলে ড্র চেলসির Jan 05, 2026
img
অনিল কাপুরের ‘নায়ক’ এখন কাল্ট ফেভারিট Jan 05, 2026
বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে শীতল দিল্লি, উষ্ণ ইসলামাবাদ! Jan 05, 2026
নথিপত্র না দেখেই মনোনয়নপত্র বাতিল জামায়াত প্রার্থীর Jan 05, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 05, 2026
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ Jan 05, 2026
ইরানে বিক্ষোভ দমনে কঠোর হওয়ার আহ্বান খামেনির Jan 05, 2026
img
সাবেক এমপি সালেক চৌধুরীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করল বিএনপি Jan 05, 2026