বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন আর পাপারাজ্জিদের দা-কুমড়া সম্পর্কের কথা কারোরই অজানা নয়। ক্যামেরার ফ্ল্যাশ দেখলেই মেজাজ হারানো যেন তার নিত্যদিনের অভ্যাস। সম্প্রতি পাপারাজ্জিদের ‘অশিক্ষিত’ ও ‘রুচিবোধহীন’ বলে মন্তব্য করে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি, তার রেশ এখনো কাটেনি।
এবার সেই অপমান নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় পাপারাজ্জি বারিন্দর চাওলা। জয়া বচ্চনকে রীতিমতো তুলোধনা করে জানিয়ে দিয়েছেন, ছবি তোলা পছন্দ না হলে তিনি যেন পেছনের দরজা ব্যবহার করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বারিন্দর বলেন, ‘জয়া জি একজন সিনিয়র অভিনেত্রী এবং শ্রদ্ধেয় মানুষ। তিনি যেভাবে আমার সতীর্থদের আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করেছেন, তা সত্যিই দুঃখজনক। আমাদের শিক্ষিত হওয়া বা পোশাক নিয়ে কথা বলার অধিকার তার নেই। এই ঘটনায় আমরা ভীষণ কষ্ট পেয়েছি।’
জয়ার রূঢ় ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘অস্বস্তি হলে সেটা বিনয়ের সাথেও বলা যায়। আলিয়া-রণবীর বা বিরাট-অনুষ্কারা আমাদের অনুরোধ করেছেন তাদের সন্তানদের ছবি না তুলতে, আমরা তাদের সম্মান রেখেছি। জয়া জি চাইলে সেভাবে বলতে পারতেন। কিন্তু এভাবে কাউকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করা যায় না।’
তার কথায়, ‘ইন্ডাস্ট্রির প্রতিটি অনুষ্ঠানেই প্রবেশের দুটি পথ থাকে। একটি রেড কার্পেট এবং অন্যটি ভেন্যুর পেছনের দরজা। কেউ যদি লাইমলাইটে আসতে না চান বা ছবি তোলা পছন্দ না করেন, তবে তিনি পেছনের দরজা দিয়ে যাতায়াত করতে পারেন। আয়োজকরা সেই ব্যবস্থা অবশ্যই করবেন। কিন্তু আপনি রেড কার্পেট দিয়ে হেঁটে যাবেন অথচ ছবি তোলা যাবে না এমন দাবি হাস্যকর এবং অগ্রহণযোগ্য।’
উল্লেখ্য, গত ডিসেম্বরে একটি অনুষ্ঠানে ছবি তুলতে গেলে জয়া বচ্চন মেজাজ হারিয়ে বলেছিলেন, ‘এরা কারা? নোংরা জামাকাপড় পরে হাতে মোবাইল-ক্যামেরা নিয়ে চলে আসে। এদের কোনো শিক্ষাগত যোগ্যতা আছে?’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক তারকাই জয়ার এমন আচরণের সমালোচনা করেছেন। এমনকি পাপারাজ্জিরা এখন জয়া বচ্চনকে পুরোপুরি বয়কট করার পরিকল্পনাও করছেন বলে জানা গেছে।
এসকে/টিকে