মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। মূলত ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এই আলোচনা শুরু হয়েছে। একক কোনো খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে এমন প্রশ্নও উঠছে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কী ভাবছে জানতে চাইলে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, প্রয়োজন হলে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ করবেন। সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি, ভারত স্বাগতিক মাত্র। আমাদের যদি কোনো যোগাযোগ করার দরকার হয়, সেটা আমরা আইসিসিতেই করব।
ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে বিসিবি কোনো আপস করবে না বলেও জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আপস নেই। সবার আগে আমরা সেটাই নিশ্চিত করতে চাই।
তিনি আরও জানান, এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করার চেয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করাকে বিসিবি বেশি গুরুত্ব দিচ্ছে। বিসিসিআইয়ের আনুষ্ঠানিক বার্তা পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
আমজাদ হোসেন বলেন, এ ধরনের অভিজ্ঞতা আমাদের জন্য নতুন। অফিশিয়াল কোনো তথ্য না পাওয়া পর্যন্ত আমরা চূড়ান্ত পদক্ষেপ নিতে পারছি না। তবে আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তাই শেষ কথা।
এদিকে, পুরো বিষয়টির দিকে এখন সতর্ক নজর রাখছে বিসিবি। বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তা সংক্রান্ত সব দিক নিশ্চিত করেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
টিজে/টিএ