দেশ ত্যাগের পরিকল্পনা হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির!

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অভিনয়, পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি বিভিন্ন মানবিক কাজে জড়িত থাকার জন্য তার বিশেষ খ্যাতি রয়েছে। এবার জানা গেল, ব্যক্তিগত জীবনযাপনের জন্য যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসের পরিকল্পনা করছেন এই তারকা।

প্রতিবেদন অনুযায়ী, ৫০ বছর বয়সী জোলি লস অ্যাঞ্জেলেসের লস ফেলিজ এলাকায় অবস্থিত তার সম্পত্তি বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ২৫ মিলিয়ন ডলার মূল্যের এই বাড়িটি বিক্রি করে তিনি নিউইয়র্কসহ ইউরোপ ও কম্বোডিয়ায় থাকতে শুরু করবেন।

জোলি ২০১৭ সাল থেকে তার ছয় সন্তানকে নিয়ে লস ফেলিজের ঐতিহাসিক সেসিল বি. ডেমিল এস্টেটে বসবাস করছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ইতোমধ্যে সম্ভাব্য ক্রেতাদের বাড়িটি দেখানোও শুরু করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তার নিউইয়র্কেও সময় কাটানোর কথা রয়েছে, কেননা সেখানে অভিনেত্রী তার সৃজনশীল কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকেন। সঙ্গে কম্বোডিয়াতেও অভিনেত্রী নিয়মিত অবস্থান করবেন। দেশটিতে ২০০৩ সালে একটি বাড়ি কিনে রেখেছেন ওয়ান্টেড খ্যাত এই তারকা।

এর আগে জোলি জানিয়েছিলেন, সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সন্তানদের স্বার্থেই তিনি লস অ্যাঞ্জেলেসে থেকে গেছেন। বহুল আলোচিত এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৪ সালের ৩০ ডিসেম্বর।



জোলির দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত অভিনেতা ও প্রযোজক জে বেঞ্জামিন এ প্রসঙ্গে বলেন, ‘তিনি এই জগত (শোবিজ) থেকে পুরোপুরি দূরে থাকতে পারবেন না। তাই বাইরে চলে যাওয়াই তার জন্য বিরতি নেওয়ার একমাত্র উপায়। ’ এছাড়াও জোলি ভবিষ্যতে তার ব্যক্তিগত আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পে মনোযোগ দিতে চান বলেও উল্লেখ করেন বেঞ্জামিন।
ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি দম্পতির মোট ছয় সন্তান রয়েছে- ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং দুই যমজ সন্তান নক্স ও ভিভিয়েন। ২০২৪ সালে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেছিলেন, ‘সন্তানদের কারণেই বিবাহবিচ্ছেদের পরও আমাকে এখানে (লস অ্যাঞ্জেলেস) থাকতে হয়েছে। তারা ১৮ বছর পূর্ণ করলেই আমি চলে যেতে পারব।’ তবে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শেষ হলেও জোলি ও পিট এখনো তাদের শ্যাটো মিরাভাল ওয়াইনারি সংক্রান্ত আইনি বিরোধে জড়িত রয়েছেন।

অস্কারজয়ী এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি একজন সফল চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকও বটে। তিনি মানবিক কাজের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের বিশেষ দূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। মানবাধিকার, শিক্ষা ও নারী অধিকার রক্ষায় অবদানের জন্য তিনি একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

এবি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইরানে কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলল বিক্ষোভকারীরা Jan 09, 2026
img
সুইমিংপুলে সাহসী লুকে জেবা জান্নাত Jan 09, 2026
img
বোর্ডে থাকলে মুস্তাফিজ ইস্যুতে নিজের অবস্থান জানালেন তামিম Jan 09, 2026
img
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন একরামুজ্জামান Jan 09, 2026
img
পুষ্পা টু-তে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন শ্রীলীলা Jan 09, 2026
img
বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মান প্রেসিডেন্ট Jan 09, 2026
বিপন্ন বিশ্বব্যবস্থা, যুক্তরাষ্ট্রের আচরণে উদ্বেগ জার্মানির Jan 09, 2026
প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন আটক! Jan 09, 2026
জনগণের প্রশ্ন-ভোট হবে কি হবে না? Jan 09, 2026
অনুমোদনের পথে জুলাই দায়মুক্তি খসড়া Jan 09, 2026
কারাবন্দিদের হাতে তৈরি নকশিকাঁথা! দাম জানলে চমকে যাবেন! Jan 09, 2026
জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন Jan 09, 2026
বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা থেকে সম্ভাব্য পুনর্গঠন Jan 09, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 09, 2026
৫০০ শতাংশ শুল্ক আরোপে ট্রাম্পের সম্মতি Jan 09, 2026
বিড়ালদের জন্য শেল্টারবক্স দিলো ডাকসু Jan 09, 2026
দ্য ব্লাফ-এ একেবারে নতুন লুক Jan 09, 2026
বাস্তব অভিজ্ঞতা নিয়ে সিনেমায় হাস্যরস Jan 09, 2026
বার্সেলোনা থেকে ইন্টার মায়ামি, মেসির ভাষার পছন্দের রহস্য Jan 09, 2026
নিগার সুলতানার নেতৃত্বে নারী বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ Jan 09, 2026