স্প্যানিশ সুপার কাপের আগে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। হাঁটুর চোটের কারণে স্প্যানিশ সুপার কাপ থেকে ছিটকে গেছেন দলের প্রধান তারকা ও লা লিগার চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। তবে এর মাঝেই সান্তিয়াগো বার্নাব্যুতে স্বস্তির সুবাতাস বইয়ে দিয়েছেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, চোট কাটিয়ে স্কোয়াডে ফিরছেন এই ইংলিশ ফুলব্যাক।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে যে, আগামী ৯ জানুয়ারি সৌদি আরবে শুরু হতে যাওয়া স্প্যানিশ সুপার কাপে এমবাপ্পেকে পাওয়া যাবে না। কোচ জাবি আলোনসো তার সেরা তারকাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ। ফলে দ্রুত সুস্থতার লক্ষ্যে এমবাপ্পেকে মাদ্রিদেই পুনর্বাসনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। লা লিগায় ১৮ গোল করা এই ফরোয়ার্ড গত রাতে গ্যালারিতে বসে রিয়াল বেতিসের বিপক্ষে দলের ৫-১ গোলের বিশাল জয় উপভোগ করেন।
এমবাপ্পের অনুপস্থিতি দুশ্চিন্তার কারণ হলেও ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ফেরা রক্ষণভাগে স্বস্তি ফিরিয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে 'গ্রিন সিগন্যাল' পাওয়ায় আর্নল্ডের সৌদি আরব সফরে যেতে আর কোনো বাধা নেই। রক্ষণ ও আক্রমণ—উভয় বিভাগেই তার উপস্থিতি মাদ্রিদকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
আগামী ২০ দিনে রিয়াল মাদ্রিদকে মোট সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে। এর মধ্যে রয়েছে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ সব লড়াই। ২০ জানুয়ারির মধ্যে এমবাপে ফিরতে না পারলে ভিয়ারিয়াল ও বেনফিকার মতো ক্লাবগুলোর বিপক্ষে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে পারে গ্যালাকটিকোরা, যা লা লিগা ও ইউরোপসেরার দৌড়ে প্রভাব ফেলতে পারে।
এমবাপ্পের অনুপস্থিতিতে আক্রমণভাগের হাল ধরেছেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া। বেতিসের বিপক্ষে সবশেষ ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনি প্রমাণ করেছেন, দলের প্রয়োজনে বড় দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। আপাতত গার্সিয়ার ওপর ভর করেই সুপার কাপ জয়ের মিশনে নামছে জাবি আলোনসোর শিষ্যরা।
টিজে/এসএন